লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি

|

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, পিকআপসহ বেশ কয়েকটি যানবাহনের যাত্রীদের নগদ টাকাসহ মালামাল লুট করেছে। ডাকাতদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩১ মে) রাত ১০টার দিকে বৃষ্টির সময় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক এলাকায় সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল ডাকাত। দেশীয় অস্ত্র নিয়ে ১০-১৫ জনের মুখোশ পরা ডাকাতদল প্রায় ঘণ্টাব্যাপী অন্তত ২০টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ি চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল কেরে নেয়।

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন চলাচল শুরু করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ তৎপর রয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply