Site icon Jamuna Television

প্যারিসের জয়ের উন্মাদনার মাঝেই ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ফিলিপ মিসোলিককে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। শনিবার (৩১ মে) দিবাগত রাতে অস্ট্রিয়ান প্রতিপক্ষকে ৬-৩, ৬-৪ ও ৬-২ সেটে হারান তিনি।

ম্যাচের আগে জোকোভিচ রসিকতা করে বলেছিলেন, শনিবার সেন্টার কোর্টে শেষের দিকের ম্যাচটি খেলতে তিনি আগ্রহী নন। কারণ, এটি তাকে মিউনিখে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি এবং ইন্টার মিলানের ম্যাচটি দেখতে বাধা দেবে।

মূলত, আলিয়াঞ্জ এরেনায় যখন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল চলছিল, ঠিক তখনই মিসোলিকের বিপক্ষে খেলতে হচ্ছিলো জোকোভিচকে।

জোকোভিচ নিজেও একজন ফুটবল ভক্ত। ম্যাচের পরে তিনি বলেন, আমি শুনতে পাচ্ছিলাম যখন তারা (পিএসজি) গোল করছিল। তারা অনেকবার উদযাপন করছিল, তাই আমার বুঝতে বাকি ছিলো না যে প্যারিসের ক্লাবটি বড় জয় পেতে যাচ্ছে।

তিনি আরও বলেন, রোল্যান্ড গ্যারোস থেকে সবাই কীভাবে বাড়ি ফিরবে তা নিয়ে আমি চিন্তিত, কারণ শহরজুড়ে ফরাসি ক্লাবটি তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা উদযাপনের জন্য প্রস্তুত।

উল্লেখ্য, আসরের চার নম্বর সেকশনে খেলা জোকোভিচ এই শাখার পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবেন ক্যামেরন নরির। তৃতীয় রাউন্ডে স্বদেশী জ্যাকব ফার্নলিকে পরাজিত করে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন এই ব্রিটিশ।

/এমএইচআর

Exit mobile version