Site icon Jamuna Television

ভারী বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতা, ভোগান্তি

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, ময়মনসিংহ’সহ কয়েক জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (১ জুন) ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। হাটু পানির নিচে তলিয়ে গিয়েছে চকবাজার, বাকলিয়া, ২ নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদসহ বেশকিছু নিচু এলাকা। পানি ঢুকেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আর ঘরবাড়িতে। বেশি ভোগান্তিতে পড়েন সকালে কর্মস্থলগামী মানুষ আর শিক্ষার্থীরা। দেখা দেয় গণপরিবহন সংকটও।পাশাপাশি, বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়ে খেটে খাওয়া মানুষ।

ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে ময়মনসিংহে। এতে পানিবন্দি হয়ে আছে নগরীর বিভিন্ন স্থান। চরপাড়া, গাঙ্গিনাপার, কাচিঝুলি, আকুয়া এলাকায় তলিয়ে গেছে সড়ক। বিপাকে পথচারীরা। এছাড়া, বাঘমারা, বাশবাড়ি কলনি এলাকার বিভিন্ন স্থানে সড়ক ছেড়ে পানি ঢুকেছে বসতবাড়িতে।

এদিকে, বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে সুনামগঞ্জেও। সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ সব নদীর পানি বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে, তৈরি হয়েছে বন্যার শঙ্কা।

নেত্রকোণা ও শেরপুরে সোমেশ্বরীর পানি বেড়েছে। এতে, কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

/এএস

Exit mobile version