Site icon Jamuna Television

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে হবে জাতীয় সম্মেলন

চব্বিশের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই ন্যাশনাল কনভেনশন করবে আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা।

রোববার (১ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।

‘জুলাই-২৪ শহীদ পরিবার’ এবং ‘ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। জানানো হয়, কনভেনশন উপলক্ষে সারাদেশ থেকে শহীদ পরিবার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের ৪ হাজার সদস্য যোগ দেবেন। এতে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন তৈরিতে সহায়ক হবে বলে দাবি তাদের।

এসময়, অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারকাজ সরাসরি দেখার সুযোগ করে দেয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, বিচারকাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

/এমএইচআর

Exit mobile version