Site icon Jamuna Television

বাংলাদেশকে উৎপাদন হাবে পরিণত করতে চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন-বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছর চীন ও বাংলাদেশের সম্পর্কের ৫০বছর পূর্ণ হবে। আমাদের এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে হবে, যেটি আকাশ ছোঁয়া। এখানে চীনের ১৫০ জন ব্যবসায়ী উপস্থিত রয়েছেন। এটি কেবলমাত্র শুরু, এই পথ দুই দেশের জন্য আরও বড় হবে। এ সময় বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ স্থান বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, চীনা কোম্পানির বড় বিনিয়োগ দেশের রুপ পরিবর্তন করতে পারে। গত এপ্রিলে সফলভাবে বিজনেস সামিট আয়োজিত হয়েছিল। আজকে আবারও চায়না থেকে বড় ডেলিগেশন এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশটির বিনিয়োগকারীদের সহায়তা করবে।

/আরএইচ

Exit mobile version