Site icon Jamuna Television

গাজার পথে ত্রাণবাহী জাহাজ নিয়ে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা

গাজার উদ্দেশে আজ ত্রাণবাহী জাহাজ নিয়ে যাত্রা করতে যাচ্ছে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা। নৌযানটির সাথে পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, অভিনেতা লিয়াম কানিংহামসহ আরও ১২ অ্যাক্টিভিস্টের যাওয়ার কথা।

রোববার (১ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

ইতালির কাতানিয়া থেকে যাত্রা শুরু করবে ‘ম্যাডলিন’ নামক মানবিক সহায়তাপূর্ণ জাহাজটি। যাতে মজুত রয়েছে খাদ্য, জরুরি ওষুধ ও স্যানিটারি পণ্যসহ বিভিন্ন প্রকারের ত্রাণসামগ্রী। জাহাজটিতে সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনের পতাকা।

এর আগেও একবার ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ফ্রিডম ফ্লোটিলা নামের সংগঠনটি। কিন্তু মাল্টা উপকূলে সংস্থাটির ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলায় সে দফায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা।

তারও আগে, ২০১০ সালের মে মাসে সংগঠনটির দ্বারা আয়োজিত ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটক করা হয়েছিল। এ সময়, ইসরায়েলি বাহিনীর ফিরে যাওয়ার নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে গুলি চালিয়ে ১০ জন তুর্কি নাগরিককে হত্যা করে। তবে এ সময় দশ ইসরায়েলি সৈন্যও আহত হয়েছিল।

/এএইচএম

Exit mobile version