Site icon Jamuna Television

৬ দিন পর চালু টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট, দ্বীপে খাদ্যসংকট

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

বৈরী আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় টানা ৬ দিন বন্ধ থাকার পর ফের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরণের নৌযান চলাচল শুরু হয়েছে। রোববার (১ জুন) দুপুরে নিত্যপণ্যসহ বিভিন্ন মালামাল ও যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যায় ৬ টি ট্রলার।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ।

তিনি জানান, দুপুরে একটি ট্রলারে নিত্যপন্য ও ৫০ জনের অধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয়।আবহাওয়া ও সাগরের পরিস্থিতি বুঝে নিয়মিত ট্রলার চলাচল করবে।

এদিকে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, টানা ৬ দিন নৌ পথ বন্ধ থাকায় সেন্টমার্টিনে নিত্যপণ্যসহ খাদ্য সংকট দেখা দিয়েছে। দ্বীপে এখনও কিছু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার কেজি চাল, দুইশত পরিবারের জন্য ফুড প্যাকেজ পাঠানো হচ্ছে। এছাড়াও নৌ বাহিনীর পক্ষ থেকে ১ হাজার পরিবারকে খাদ্য সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এরআগে, বৈরী আবহাওয়ার কারণে ২৫ মে বন্ধ হয়ে যায় টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে সব ধরণেরর ট্রলার চলাচল।

/এসআইএন

Exit mobile version