Site icon Jamuna Television

রায়ের কপি পাওয়ার পর জামায়াত ও ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি সচিব

ফাইল ছবি।

রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতে ইসলামীর নিবন্ধন, প্রতীক ও বিএনপি নেতা ইশরাক হোসেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (১ জুন) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইশরাকের বিষয়ে আদালতের রায়ের কপি এখনও হাতে পায়নি কমিশন। রায়ের কপি পেলে উচ্চ আদালতের নির্দেশ মত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে। পাশাপাশি নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশও দেন আদালত। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

এদিকে, গত ২৯ মে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে ইসিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন আদালত। কমিশনের গেজেট অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের শেষদিন আজ রোববার।

/আরএইচ

Exit mobile version