Site icon Jamuna Television

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের পক্ষে নিজেদের সুষ্ঠু অবস্থান জানান দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। রোববার (১ জুন) বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে চলমান রাষ্ট্রীয় সংকট থেকে উত্তরণের জন্য ডিসেম্বরের মধ্যেই একটি পক্ষপাতহীন, সুষ্ঠু ও দলনিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মর্যাদা ও বিশ্বমণ্ডলে জনগণ এখন একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন চায়। বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে উপদ্রব ও বৈরীপারিস্থিতির প্রভাব, বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র চরম হুমকির মুখে ফেলেছে। আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতা ভিত্তিক রাজনৈতিক ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, কেবলমাত্র মানবতাই রাজনীতিকে পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে। তিনি আরও বলেন, সঠিক জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য দলনিরপেক্ষ নির্বাচনেরকালীন সরকার প্রয়োজন। সেইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ‘ডিজিটাল মোবাইল থ্রু ভোটিং’ ব্যবস্থা চালুর প্রস্তাবও দেন তিনি।

/এমএইচ

Exit mobile version