রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে দালাল চক্রের ৬ জন আটক করা হয়।
রোববার (১ জুন) সকালে হাসপাতালটিতে অভিযান চালায় যৌথবাহিনী।
অভিযান শেষে র্যাব জানায়, আটককৃতরা রোগীদের বিভ্রান্ত করে ভর্তি, অপারেশন কিংবা অন্য চিকিৎসার নামে অর্থ আদায় করছিল। কেউ কেউ আবার হাসপাতালের সুযোগ-সুবিধা নেই বলে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর চেষ্টা করছিল।
র্যাব আরও জানায়, আটককৃতদের ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। এর আগেও বেশ কয়েকবার দালালদের দৌরাত্ম কমাতে অভিযান চালানো হয়।
/আরএইচ
Leave a reply