Site icon Jamuna Television

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ জন গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

রোববার (১ জুন) দুপুরে তাদের শেরপুর আদালতে সোর্পদ করে পুলিশ।

বিজিবি জানায়, গতকাল শনিবার ভোরের দিকে উপজেলার নাকুগাঁও স্থল বন্দরের পার্শ্ববর্তী পানিহাতা মিশন সংলগ্ন ১১১৮/৯-এস পিলারের প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কাজের সন্ধানে কয়েকবছর আগে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। এরপর পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিল তারা। তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন, বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গতকাল শনিবার বিজিবি একটি মামলা দায়ের করেছে। পরে আজ রোববার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়।

/আরএইচ

Exit mobile version