Site icon Jamuna Television

নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগের ক্ষেত্রে অনিয়ম পেয়েছে দুদক

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে নগদে নিয়োগ দেয়ার ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

রোববার (১ জুন) দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন এ তথ্য জানান।

রোববার গত দুই মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের বনানী অফিসে অভিযান চালায় দুদক। এ সময় আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইয়ের নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি।

এদিকে, প্রায় একশত কোটি টাকা ও ১১ লাখ ডলারের সন্দেহজনক লেনদেন এবং ৩৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

দুদক জানায়, শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও লুটপাটের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানে নানা অসঙ্গতির প্রমাণ মিলেছে।

অন্যদিকে, এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।

/আরএইচ

Exit mobile version