Site icon Jamuna Television

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে গাইবান্ধা জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রোববার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আলহাজ আব্দুর রশীদ সরকারের নেতৃত্বে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদের সামনে এসে শেষ হলে সেখানে প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা। 

এর আগে, জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শনিবার বিকেলেও দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল শেষে পৃথক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টির ও এর অঙ্গ সংগঠনের নেতারা বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের মদদপুষ্ট এনসিপি এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে জি এম কাদেরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময়, লালমনিরহাটসহ কয়েক জেলায় জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

মব জাস্টিসের নামে এমন লুটপাট ও ভাঙচুর সভ্য দেশে হতে পারে না উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান বক্তারা। সেইসাথে, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান জাতীয় পার্টির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে রংপুরের সেনাপাড়ায় অবস্থিত জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময়, বাড়ির সামনে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি এজাহার দেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী।

/এএইচএম

Exit mobile version