Site icon Jamuna Television

মে মাসে দেশে রেমিটেন্স এসেছে ২৯৭ কোটি ডলার

ফাইল ছবি।

মে মাসে দেশে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মে মাসের প্রথম ১১ দিনে ৯২ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স আসে। সেই হিসেবে পরের ২০ দিনে ২২০ কোটি ডলার দেশে এসেছে।

গত এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ দিকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে আবারও অর্থ পাঠাতে শুরু করেন প্রবাসীরা। এরপর থেকে ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ে।

/আরএইচ

Exit mobile version