Site icon Jamuna Television

৩০ ডিসেম্বর ধানের শীষকে জয়ী করুন: ফখরুল

৩০ ডিসেম্বর ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।

উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। সকালে বিমানযোগে সৈয়দপুর পৌছানোর পর ফাইভ স্টার মাঠের পথসভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, দেশে বর্তমানে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ নেই। কিন্তু চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফেরাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অধিকার টিকিয়ে রাখতেই ভোট দিতে হবে, জয়ী করতে হবে ধানের শীষকে। এরপর মির্জা ফখরুল দিনাজপুরের পার্বতীপুরে পথসভায় অংশ নেন।

Exit mobile version