সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনের ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করেছে।
দুই ছক্কায় ও চার চারে ২২ বলে ৩৭ রান করে ক্রিজে আছেন ইমন। অন্যদিকে তিন চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৮ রান তামিমের। দুই ওপেনারের চার, ছক্কায় দলীয় রান ৭ ওভারে ৬৪ রান।
এই ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে যাওয়া শরিফুল ইসলামের জায়গায় খেলছেন খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ:
আগা সালমান (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নেওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলী ও আবরার আহমেদ।
/এসআইএন
Leave a reply