যশোর করেসপনডেন্ট:
নিজ বাবা-মায়ের জুতা মুছে ‘গ্লোবাল ডে অব প্যারেন্টস’ উদযাপন করেছে শিক্ষার্থীরা। প্রতিবছরের মতো এবারও ‘শ্রদ্ধা ও ভালোবাসার উৎসব’ শিরোনামে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়।
রোববার (১ জুন) বিকেলে যশোর শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাবা-মাকে শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানে যশোর ব্রাদার টিটোস হোমের শিক্ষার্থীরা পিতা-মাতার হাত ধরে আসতে থাকে। পরে মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়ান মা-বাবারা। শিক্ষার্থীরা একে একে টিস্যু হাতে মঞ্চে উঠে বাবা-মায়ের জুতা পরিষ্কার করে এবং নিজ হাতে তৈরি শুভেচ্ছা কার্ড উপহার দেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি গান, অভিনয় এবং কবিতা আবৃতির মাধ্যমে পিতা-মাতার প্রতি ভালোবাসা প্রকাশ করে।
নাহিদা আক্তার নামে এক অভিভাবক বলেন, আমার সন্তান যখন আমাদের জুতা মুছছিল, চোখের পানি ধরে রাখতে পারিনি। ওদের এই শিক্ষা সারাজীবন মনে থাকবে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তানিয়া ইসলাম বলে, মা-বাবা আমার জীবনের প্রথম বন্ধু, প্রথম শিক্ষক। তাদের জুতা মুছে পুরস্কার পেয়ে খুব ভালো লেগেছে।
অধ্যক্ষ আলী আযম টিটো বলেন, শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি দাবিদার বাবা-মায়েরা। তাদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ দিনের দরকার নেই, তবে বিশেষ এই দিনে শিশুর মনে সেই শ্রদ্ধা গেঁথে দিতেই এ আয়োজন।
যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে, তবে মানবিকতা ও নৈতিকতায় পিছিয়ে। এমন আয়োজনে শিশুরা মানবিকতা ও মূল্যবোধ শিখবে, যা সমাজ গঠনে ভূমিকা রাখবে।
/এসআইএন
Leave a reply