রুটের সেঞ্চুরিতে সিরিজ জয় ইংল্যান্ডের

|

জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজটাও এক ম্যাচ হাতে থাকতে জিতে নিলো ইংলিশরা।

কার্ডিফে টস হেরে কিসি কার্টির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান তোলে ক্যারিবীয়রা। ৭৮ রান করেছেন অধিনায়ক শাই হোপ। ব্র্যান্ডন কিংয়ের উইলো থেকে আসে ৫৯। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৪টি এবং সাকিব মাহমুদ তুলে নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ২ রান তুলতেই ২ উইকেট হারায় ইংলিশরা। এরপর অধিনায়ক হ্যারি ব্রুককে নিয়ে ৮৫ রান যোগ করে ধাক্কাটা সামাল দেন জো রুট। ব্রুকের বিদায়ের ৬ রান পর ফিরে যান বাটলারও। এরপর জ্যাকব বেথেল অল্পরানে ফিরলে ইংল্যান্ডের স্কোর ২৩.৪ ওভারে দাঁড়ায় ১৩৩/৫।

সেখান থেকে ফের ঘুরে দাঁড়ানো ব্রুকবাহিনীর। উইল জ্যাকসকে নিয়ে ১৪৩ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন রুট। জ্যাকস হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে ফিরে যান। পরে কার্স ফিরে গেলেও আদিল রশিদকে নিয়ে দলকে জয়ের তীরে পৌঁছে দেন রুটস। ইংলিশরা জেতে ৩ উইকেট এবং ৭ বল হাতে রেখে।

রুটস খেলেন ১৬৬ রানের অসাধারণ ও অবিশ্বাস্য এক ইনিংস! ওয়ানডেতে ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। এই ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংসটা সাজানো ১৩৯ বলে, ২১ চার ও ২ ছক্কায়।

দেড়শোর্ধ ইনিংসটি খেলার পথে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক হন রুট। ৬৯৫৭ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে এইউন মরগান।

মাইলফলক ছোঁয়ার ম্যাচে দলকেও জিতিয়েছেন রুট। তাঁর ১৬৬ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৯ রানের লক্ষ্য ছুঁয়ে দ্বিতীয় ওয়ানডেটা জিতেছে ইংল্যান্ড।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply