Site icon Jamuna Television

নাটোরে ঝড়ের কবলে নৌকাডুবি, জেলে নিখোঁজ

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

রোববার (১ জুন) সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জহুরুল ইসলাম একই এলাকার হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আট-নয়জন জেলে একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফেরার সময় হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে মাঝনদীতে নৌকাটি উল্টে যায়। এতে অন্যান্য জেলেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জহুরুল ইসলাম নিখোঁজ হন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, রাত পর্যন্ত নিখোঁজ জেলের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version