Site icon Jamuna Television

ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে পৌঁছেছে রুশ প্রতিনিধি দল

রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলার দিনই ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় তুরস্কে পৌঁছেছে রাশিয়ার প্রতিনিধি দল। ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনার দ্বিতীয় দফায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে সোমবার (২ জুন) এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ও স্কাই নিউজ এ তথ্য জানায়।

শান্তি আলোচনার ঠিক এক দিন আগে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ৪০টি বিমান ধ্বংস হয়েছে। এদিকে, রাশিয়াও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে।

এদিকে দুই মার্কিন সিনেটর রোববার (১ জুন) সতর্ক করে দিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শান্তি আলোচনার টেবিলে বসার সময় বিলম্ব করছেন। দাবি, পুতিন ইউক্রেনে নতুন সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। তাদের মতে, আগামী দুই সপ্তাহ এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে—যুদ্ধে ইতিমধ্যেই দু’দেশের বেশ কিছু শহর ধ্বংস করেছে। এছাড়াও লাখো মানুষকে বাস্তুচ্যুত করেছে এই যুদ্ধ।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ মে প্রথম দফার আলোচনায় যুদ্ধকালীন সবচেয়ে বড় বন্দি বিনিময় হয়েছিল, কিন্তু শান্তি বা যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যায়নি। উভয় পক্ষ কেবল তাদের প্রাথমিক আলোচনার অবস্থান তুলে ধরেছিল।

/এআই

Exit mobile version