Site icon Jamuna Television

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলেন নাভরোস্কি

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করলেন রক্ষণশীল নেতা কারোল নাভরোস্কি। সোমবার (২ জুন) তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

নাভরোস্কি ৫০.৯% ভোট পেয়েছেন, যেখানে তার লিবারেল প্রতিদ্বন্দ্বী ওয়ারশোর মেয়র রাফাল ত্রজাস্কোভস্কি পেয়েছেন ৪৯.১% ভোট।

ভোটগ্রহণ শেষে স্থানীয় সময় রোববার (১ জুন) রাতের প্রথম এক্সিট পোলে ত্রজাস্কোভস্কিকে ৫০.৩% ভোটে এগিয়ে দেখানো হয়েছিল, আর নাভরোস্কি ছিলেন ৪৯.৭%-এ। কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা গেল, ভোটের ব্যবধান উল্টে গেছে!

৪২ বছর বয়সী জাতীয়তাবাদী নেতা কারোল নাভরোস্কি একজন ইতিহাসবিদ এবং সাবেক বক্সার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনে ব্যাপকভাবে অনুপ্রাণিত তিনি।

নির্বাচনী ফলাফলটি পোল্যান্ডের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও বড় প্রভাব ফেলবে। কারণ, ইইউপন্থি প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সিদ্ধান্ত আটকাতে প্রেসিডেনশিয়াল ভেটো ব্যবহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রপন্থি কারোল নাভরোস্কি। যা দেশটিতে আইনি জটিলতাও সৃষ্টি করতে পারে।

/এআই

Exit mobile version