Site icon Jamuna Television

সরকারি চাকরি আইনের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে দুই উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টার আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।

সোমবার (২ জুন) এই স্মারকলিপি প্রদান করা হয়। তবে এ সময় দুই উপদেষ্টার কেউই উপস্থিত ছিলেন না। একইসাথে মঙ্গলবার অর্থ ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

এর আগে, সকাল ১১টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। পরে বাদামতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে দ্রুত ওই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধিত অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দেয়া হয়। ২৫ মে রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।

/এএইচএম

Exit mobile version