Site icon Jamuna Television

বাজেট উপস্থাপন চলছে

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল তিনটায় বেতার ও টেলিভিশনের মাধ্যমে বাজেট প্রস্তাব তুলে ধরছেন তিনি।

এর আগে, দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম।

এটি দেশের ৫৪তম বাজেট। প্রতিবছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা বেতার-টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট। এবার বাজেটে মূল্যস্ফীতি কমানো ও রাজস্ব বাড়ানো বড় চ্যালেঞ্জ বলে বলছেন সংশ্লিষ্টরা।

/এমএন

Exit mobile version