Site icon Jamuna Television

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

মে-জুন মাস ক্রিকেট সমর্থকদের জন্য বোধহয় মন খারাপের বার্তা নিয়ে এসেছে। মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন দুই ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর জুন মাসে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার তাদের পথে হেঁটেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন।

আজ সোমবার (২২) সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামে নিজের অবসরের খবর জানান ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তবে অন্যান্যরা নির্দিষ্ট একটি ফরম্যাটে অবসর নিলেও ক্লাসেন বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই।

ইনস্টাগ্রামে ক্লাসেন লেখেন, আমার জন্য দুঃখভারাক্রান্ত একটা দিন আজ। কারণ আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি আমি। কারণ, আমার নিজের ও পরিবারের জন্যই এই সিদ্ধান্ত নেয়া।

তিনি আরও লেখেন, পরিবারের সাথে আরও সময় কাটানোর জন্য মুখিয়ে আছি। আশা করি, এই সিদ্ধান্ত আমাকে সেই সুযোগটা ভালোমতোই করে দেবে।

প্রোটিয়াদের হয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া ক্লাসেন তার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রার শেষের ঘোষণায় তার কোচদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন এই মারকুটে ব্যাটার। চারটি টেস্ট খেলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে।

ক্লাসেন দেশের হয়ে ৬০টি ওয়ানডেতে ৪৩.৬৯ গড়ে সর্বোচ্চ ১৭৪ রান সহ মোট ২১৪১ রান করেছেন। টি-টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ ৮১ রান এবং ১৪১.৮৪ স্ট্রাইক রেট সহ ১০০০ রান করেছেন।

/এএম

Exit mobile version