Site icon Jamuna Television

বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বৃদ্ধির তালিকাই দীর্ঘ। তবে প্রস্তাবনায় বেশকিছু জিনিস রয়েছে, যেগুলোর দাম কমার বা ভ্যাট অব্যাহতির প্রস্তাবও করা হয়েছে।

সেই তালিকায় রয়েছে চিনি। পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি শুল্ক ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হবে।

দাম কমানোর প্রস্তাব করা হয়েছে স্যানিটারি ন্যাপকিনের। এছাড়া প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। একইরকম ভ্যাট কমানো হয়েছে বলপয়েন্ট কমলেও।

সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। বিগত কয়েক বছর বাড়ানোর পর এবার আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমার সম্ভাবনা রয়েছে।

২২ ইঞ্চির বদলে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ইন্টারেকটিভ মনিটর এ তালিকায় ঢোকানো হয়েছে। সব মিলিয়ে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়া যেতে পারে।

বাটার আমদানিতে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে।

বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র সম্পূরক শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। এছাড়া পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের ওপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে। সম্পূরক শুল্ক কমানোয় কমতে পারে বিদেশি জুতা ও স্যান্ডেলের দামও।

/এমএমএইচ

Exit mobile version