Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে মাদক কারবারি ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে একাধিক মাদক মামলার আসামি আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে, চন্দ্রগঞ্জ থানা পুলিশ সদরের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ফাইটার বাবলু, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীরের সহযোগী ও মাদক ব্যবসার সাথে জড়িত। কিছুদিন আগে একটি হত্যা মামলায় জামিনে বেরিয়ে আসেন তিনি।

পুলিশের ধারণা, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই তাকে রোববার রাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

/এটিএম

Exit mobile version