Site icon Jamuna Television

জার্মানির হাসপাতালে আগুনে মৃত্যু ৩, আহত ৩৫

ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতিগ্রস্ত জার্মানির হামবুর্গের একটি হাসপাতাল। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। এ ঘটনায় আহত হয়েছে ৩৫ জনের বেশি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার (১ জুন) মধ্যরাতে মারিয়েন হাসপাতালের নিচতলা থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। গুরুতর আহত হয় হাসপাতালটির রোগীসহ ৩৫ জনের বেশি মানুষ। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অন্তত ১৮ জন।

আগুন ছড়িয়ে পড়লে জরুরিভাবে খালি করা হয় হাসপাতালটির বেশ কয়েকটি ইউনিট। গুরুতর আহত ২ জনকে চিকিৎসা দিতে পাশের একটি হাসপাতালে নেয়া হয়।

অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লরেঞ্জ আর্টম্যান জানান, বয়সজনিত কারণে চলাফেরায় অক্ষম বেশ কয়েকজন ব্যক্তিকে ধরে করিডোরে সরিয়ে নিতে হয়েছে। আগুন অন্যান্য রোগীদের কক্ষে ছড়িয়ে পড়ার আগেই অগ্নিনির্বাপক কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে হামবুর্গ পুলিশ।

/এএম

Exit mobile version