Site icon Jamuna Television

জনগণের ওপর করের বোঝা চাপাতে চায় না এনবিআর

জনগণের ওপর করের বোঝা চাপাতে চায় না এনবিআর। যেসব পণ্য সাধারণ মানুষ বেশি ব্যবহার করে, সেগুলোতে নামমাত্র ভ্যাট থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া।

আজ দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জনবান্ধব রাজস্ব আদায় সংক্রান্ত বির্তক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। কর ব্যবস্থাপনা জনবান্ধব করতে করণীয় শীর্ষক ছায়া বির্তকে বিজয়ী হন সরকারী দল বাংলাদেশ ইউনিভাসিটি অব বিজনেস এন্ড টেকনোলজি। অনুষ্ঠানের সঞ্চালক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে আরও বেশি মানুষ কর প্রদানে আগ্রহী হবে। করভীতি অনেকাংশে দুর হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের হার এমনভাবে করা হবে যাতে সাধারণ মানুষের উপর চাপ তৈরি না হয়।

Exit mobile version