Site icon Jamuna Television

ব্যাংকে ৩ লাখের নিচে টাকা থাকলে দিতে হবে না আবগারি শুল্ক

প্রতীকী ছবি।

আগামী অর্থবছরে ব্যাংকে একবারে ৩ লাখ টাকার কম জমা হলে আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলে ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়।

২০২৫-২৬ অর্থবছরের জন্য সোমবার (২ জুন) প্রস্তাবিত জাতীয় বাজেট স্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

বাজেট বক্তৃতায় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে।এবার বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

/এমএন

Exit mobile version