Site icon Jamuna Television

ভোটের মাধ্যমে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান সালমা ইসলামের

ভোটের মাধ্যমে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সালমা ইসলাম। শনিবার সকালে দোহারের ইউসুফ বাজারে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন সালমা ইসলাম।

এ সময় সালমা ইসলাম বলেন, বিভিন্ন স্থানে মটরগাড়ির মার্কার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে হাজির হয়ে ব্যালেটের মাধ্যমে এসব সন্ত্রাসীদের প্রতিহত করবেন। ভয় না পেয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে মটরগাড়ী মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

জাগা গেছে, আজ শনিবার দোহারের মেঘুলা বাজার সংলগ্ন ধোপাবাড়ি মাঠ এলাকায় মটরগাড়ি প্রতীকের পোস্টার ও ব্যানার ছিঁড়ে বুড়িগঙ্গায় ফেলে দেয় সন্ত্রাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

Exit mobile version