আজ সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সোমবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে, আজ সোমবার সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর শহর রক্ষা বাঁধে কমপক্ষে তিনটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি। এতে আশপাশের প্রায় ২৫ থেকে ৩০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আজও সুরমা ও কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে বিপদসীমার ১৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
/এসআইএন

