Site icon Jamuna Television

সেন্টমার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান

সেন্টমার্টিনে এক হাজার পরিবারকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রোববার ও সোমবার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে নৌবাহিনী।

জানা গেছে, নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা প্রত্যয়’ সেন্টমার্টিনের বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে। এ মেডিকেল ক্যাম্পেইনে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে।

এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এই কার্যক্রম হাতে নিয়েছে নৌবাহিনী। বৈরী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

/এসআইএন

Exit mobile version