Site icon Jamuna Television

‘মানুষের চেয়ে গরুর গুরুত্বই বেশি’

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির এক এমএলএ (মেম্বার অব দ্য লেজিসলেটিভ এসেম্বলি) ‘মানুষের চেয়ে গরুর গুরুত্বই বেশি’ বলে ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের অনুপ শহরের এমএলএ সঞ্জয় শর্মা বলেন, ‘আপনারা কেবল সুমিত ও এক পুলিশের মৃত্যুকে দেখছেন, ২১টি গরুর মৃত্যুকে দেখছেন না। দয়া করে বোঝার চেষ্টা করুন, যারা গরু হত্যা করেছে তারাই প্রকৃত অপরাধী।’

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর বুলন্দ শহরের একটি জঙ্গলে পঁচিশটি গরুকে মেরে ফেলার অভিযোগ করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির লোকজন ট্রাক নিয়ে রাস্তা অবরোধও করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে স্থানীয় থানার এসএইচও সুবোধ কুমার সিং ও সুমিত নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা।

Exit mobile version