Site icon Jamuna Television

মিরপুরে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, আটক ২

রাজধানীর মিরপুরে চৌকি বসিয়ে, যৌথ তল্লাশি অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টা থেকে রাত ২টা পর্যন্ত মিরপুর সনি সিনেমা হলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক সার্জনরা জানান, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকাসহ বিভিন্ন কারণে ৩৫টি যানবাহনের চালককে জরিমানা করা হয়। এছাড়া, গাড়িতে গাঁজা রাখা এবং আইন অমান্য করায় ২ জনকে আটক করা হয়।

ট্রাফিক সার্জন জানান, গাড়ি চালকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তাদের জরিমানা করলে নানা বাজে মন্তব্য করেন তারা। তাই গাড়ি চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানায় পুলিশ ও সেনাবাহিনী। নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরণের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় সেনাবাহিনী।

/এআই

Exit mobile version