Site icon Jamuna Television

পাটগ্রাম রেলস্টেশনে পুশ ইনের শিকার ২ ভারতীয় বৃদ্ধের সন্ধান

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে দুই ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। সোমবার (২ জুন) দিবাগত রাতে স্থানীয় লোকজন তাদের চিহ্নিত করেন।

তাদের একজন ইউসুফ আলী (৭৪) দেশটির আসাম রাজ্যের জড়ং জেলার চেপাজা থানার বাসিন্দা। অপরজন শামসুল হক (৬৫)। তার বাড়ি একই রাজ্যের গোয়ালপাড়া জেলার বিজনী থানায়।

বাংলা ভাষাভাষী দুই ভারতীয় জানান, গত ২৮ মে অন্যদের সঙ্গে তাদের পুশইন করা হয়। পরে তারা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেন।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে পাটগ্রাম বিজিবি ক্যাম্পে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে দুই ভারতীয়র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ৩০ মে বুড়িমারী রেল স্টেশনে আটক হন পুশইনের শিকার দুই নারীসহ ছয় ভারতীয়।

/এএস

Exit mobile version