Site icon Jamuna Television

শুল্ক উত্তেজনার মাঝেই ট্রাম্প-শি ফোনালাপের সম্ভাবনা

শুল্ক নিয়ে উত্তেজনার মাঝেই চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ জুন) জ্যেষ্ঠ হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি।

ধারণা করা হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের চুক্তিসহ বেশ কয়েকটি বাণিজ্যিক ইস্যুতে আলোচনা করবেন তারা। তবে পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে তাদের মধ্যে কোনো কথাবার্তা হবে কি না, সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। এর আগে, দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপের বিষয়ে ইঙ্গিত দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকেই দুই পরাশক্তির মধ্যে চলছে বাণিজ্যযুদ্ধ। ব্যবসার জন্য একে অপরের ওপর অত্যন্ত নির্ভরশীল দেশ দুটির বাণিজ্য সম্পর্ক গত এপ্রিল মাসে ভেঙে পড়ে, যখন ট্রাম্প চীনা পণ্য আমদানির ওপর ১৪৫% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করেন। এর প্রতিক্রিয়ায় বেইজিংও উচ্চহারে শুল্ক আরোপ করে।

যদিও গত মে মাসের মাঝামাঝি, সুইজারল্যান্ডে প্রাথমিক বাণিজ্য আলোচনার পর ৯০ দিনের জন্য এই শুল্কের বেশিরভাগই কমাতে সম্মত হয় ওয়াশিংটন-বেইজিং।

/এএইচএম

Exit mobile version