Site icon Jamuna Television

ঈদযাত্রার চতুর্থ দিন: সকাল থেকে ছেড়েছে ১০টি ট্রেন

পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে, আগে-ভাগেই বাড়ির পানে ছুটছেন অনেকে।

মঙ্গলবার (৩ জুন) ঈদযাত্রার চতুর্থ দিনে ভোর থেকেই যাত্রীচাপ বাড়তে থাকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। দিনের শুরুতেই ভোর ৪টায় প্রথম ট্রেন ছেড়ে যায় প্ল্যাটফর্ম।

এরপর, সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে একে একে ছেড়ে যায় ১০টি ট্রেন। এরমধ্যে, ধূমকেতু এক্সপ্রেস খানিকটা বিলম্বে ছাড়লেও, বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছাড়ে প্ল্যাটফর্ম।

যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকেটহীন কোন যাত্রীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্ল্যাটফর্মে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় খুশি যাত্রীরা।

/এএস

Exit mobile version