Site icon Jamuna Television

রংপুরে ইরানি দম্পতিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪ 

রংপুর ব্যুরো:

রংপুরের তারাগঞ্জে ঘুরতে যাওয়া এক ইরানি দম্পতিকে আটক করে মারধর এবং ফোন ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩ মে) দুপুরে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনিরামপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আটককৃত চারজন হলেন, ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মেরাজুল ইসলাম।

তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, রোববার (১ জুন) ইরানি দম্পতি ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছিলেন। ভাড়া করা একটি গাড়িতে তারা গুগল ম্যাপ ব্যবহার করে নিজেরাই ঘুরছিলেন। এ সময় ভুল করে তারাগঞ্জের একটি গ্রামে ঢুকে পড়লে এলাকাবাসীর সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন।

পরবর্তীতে খবর পেয়ে, সোমবার দুপুরে দক্ষিণ ঘনিরামপুর গ্রাম থেকে ঘটনার শিকার সেলিম রেজা (৬৪) এবং তাঁর স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) উদ্ধার করে সেনাবাহিনী। এরপর নিরাপত্তা দিয়ে সেই ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেয়া হয়।

এ সময়, এলাকায় তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধার করা হয় বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

/এএইচএম

Exit mobile version