Site icon Jamuna Television

মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি রেখে ভারতে পালালো দুই দুর্বৃত্ত

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই ব্যক্তি। তাদের হাতে একটা ব্যাগও ছিল। শুরু থেকেই নজর রাখছিল বিজিবি সদস্যরা। এক পর্যায়ে ব্যাগে কী আছে দেখতে চাইলে তা ফেলে দৌঁড়ে ভারতের সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায় দু’জন।

পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগে তল্লাশি চালায় বিজিবি। সেখান থেকে একটি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে দুইজন। তাদের তল্লাশি করতে চাইলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল এবং গুলি উদ্ধার করে বিজিবি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version