Site icon Jamuna Television

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এর আগে প্রথম সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের জয়ে দুর্দান্তভাবে সিরিজে কামব্যাক করেছে বাংলাদেশ। ফলে ৩ টি-টোয়েন্টির সিরিজ ১-১ সমতায়। শেষ ম্যাচে যে জিতবে তারাই সিরিজ ঘরে তুলবে।

এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার একাদশই অপরিবর্তিত রয়েছে। তবে একটি পরিবর্বতন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো। অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডের।

এ ম্যাচে জিতলে ইতিহাস গড়বে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ ঘরে তুলবে স্বাগতিকরা। এর আগে কখনও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সিরিজ জেতা হয়নি তাদের। এবার ষোলোকলা পূর্ণ করতে চায় তারা।

বাংলাদেশ একাদশ: ১. তামিম ইকবাল, ২. লিটন দাস, ৩. সৌম্য সরকার, ৪. সাকিব আল হাসান (অধিনায়ক), ৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. আরিফুল হক ৮. মেহেদি হাসান মিরাজ, ৯. মোহাম্মদ সাইফউদ্দিন, ১০. আবু হায়দার রনি ও ১১. মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল ও ওশান টমাস।

Exit mobile version