Site icon Jamuna Television

সব নির্বাচনেই কর্মীদের মাঝে উত্তেজনা থাকে, এটা সিরিয়াস কিছু না: সিইসি

ময়মনসিংহ ব্যুরো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন বানচালের কোন সুযোগ নেই। বানচাল করবে এমন সাহসও কারো নেই।

আজ শনিবার বিকালে টাউন হল মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় স্থানীয়ভাবে কর্মীদের মাঝে উত্তেজনা থাকবে না এটা একেবারেই আশা করা যায় না। সব নির্বাচনেই এমনটা থাকে। এটা সিরিয়াস কিছু না। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সারা দেশে এমন কোনো কিছু ঘটছে না।

Exit mobile version