Site icon Jamuna Television

উখিয়া ও টেকনাফে হাজারের অধিক শিক্ষককে চাকরিচ্যুত: মহাসড়ক আটকে বিক্ষোভ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২৫০ শিক্ষককে একযোগে চাকরিচ্যুতির প্রতিবাদে কক্সবাজার- টেকনাফ আঞ্চলিক মহাসড়ক ৬ ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষকরা।

মঙ্গলবার (৩ মে) সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অবরোধ চলে। ভুক্তভোগীরা সবাই ইউনিসেফ পরিচালিত বিভিন্ন এনজিও’র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।

তাদের অভিযোগ, রোহিঙ্গা শিক্ষকদের চাকরি বহাল রেখে তহবিল সংকটের কথা বলে শুধুমাত্র স্থানীয়দের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি পুনর্বহাল, তহবিল সংকট চলাকালীন ক্যাম্পে শিক্ষা কার্যক্রম বন্ধসহ ৬ দফা দাবি জানান বিক্ষোভকারীরা।

এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, সড়ক ছেড়ে দেয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল।

/এমএইচ

Exit mobile version