Site icon Jamuna Television

প্রস্তাবিত বাজেট নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দর্শনের প্রতিফলন: জি এম কাদের

অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে ফ্যাসিবাদের দোসর ও নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক দর্শনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, পতিত সরকারের বিগত বছরের বাজেটকে বর্তমান প্রেক্ষিত বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কাটছাঁট করে বাড়ানো-কমানো হয়েছে। বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য কোনও স্বস্তির খবর নেই।

তিনি আরও বলেন, প্রবৃদ্ধির নিম্নমুখী অবস্থানের কারণে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দেবে। প্রাক্কলিত মূল্যস্ফীতি অর্জনের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বিধায় সাধারণ মানুষ আরও গরীব হবে বলে শঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জি এম কাদের বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারণে অনাহার ও অর্ধাহার মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বর্তমান বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলেও মনে করেন তিনি।

/এমএন

Exit mobile version