Site icon Jamuna Television

সাকিব সেরা, তবে মামলার মতো বিষয় নিয়ে ডিল তাকেই করতে হবে: উপদেষ্টা আসিফ

সাকিব আল হাসানের মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব। তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি বিষয়গুলো যেমন মামলা, আর্থিক কেলেঙ্কারির মতো বিষয়গুলো তাকেই ডিল করতে হবে।

তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে বিসিবি কর্তাদের সঙ্গে যখনই কথা হতো, তারা ক্রিকেটের বাইরের আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতো। আমি তাদের স্পষ্ট বলে দিয়েছিলাম—আমার সঙ্গে যেন ব্যবসা কিংবা তদবির নিয়ে কথা না বলে।

সাবেক সভাপতির বিষয়ে উপদেষ্টা বলেন, ফারুক আহমদের প্রতি নির্দেশনা ছিল—সরাসরি আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত কোনো বোর্ড কর্তার সঙ্গে যেন অত বেশি ক্লোজ না হন।

এদিকে, সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব, সাকিব যেন ফিট থাকে এবং ভালো ক্রিকেট খেলবে।

তিনি আরও বলেন, উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক নন। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।

/এসআইএন

Exit mobile version