Site icon Jamuna Television

চাপ দিয়ে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত ইতিহাস পরিবর্তন করিয়েছিলেন শেখ হাসিনা: রিজভী

ফাইল ছবি।

লেখক ও ইতিহাসবিদদের চাপ প্রয়োগ করে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত ইতিহাস পরিবর্তন করিয়েছিলেন শেখ হাসিনা— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাইতুল মোকাররমে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ওলামা দল আয়োজিত মিলাদ-মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান খুব অল্প সময় দেশ পরিচালনা করেছিলেন। এই সময়ের মধ্যে তিনি কূটনীতি, খাদ্য ব্যবস্থাপনাসহ অনেক বড় বড় কাজ করেছিলেন। এতে বোঝা যায় চাইলে স্বল্প সময়েই বড় কাজ করা সম্ভব।

দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপি। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন হবে।

/আরএইচ

Exit mobile version