Site icon Jamuna Television

বাজেটে অর্থনৈতিক রুপান্তরের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি: এনসিপি

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কর আরোপের ক্ষেত্রে বরাবরের মতো গরীবদের ওপর বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এই বাজেটে অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ জুন) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়াইয় এক কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাজেটে শীর্ষ ধনীদের কাছ থেকে বেশি কর আরোপের ক্ষেত্রে কোনও লক্ষ্য রাখা হয়নি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এমন উদ্যোগও নেয়া হয়নি। করদাতা আগের মতোই রয়েছে। কর ফাঁকি দেয়াদের আওতায় আনার প্রচেষ্টাও দেখা যায়নি।

তিনি আরও বলেন, সরকার সমস্যাগুলো শনাক্ত করতে পারলেও সমাধানগুলো বাস্তবমুখী করতে পারেনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট আগের মতোই রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত হয়নি। এই বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবে না। ই-কমার্সে কর বৃদ্ধি ফলে উদ্যোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এ সময় কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাজেটে জুলাই অভ্যুত্থানের আহতদের জন্য বরাদ্দ রাখায় সন্তুষ্টি প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই বরাদ্দের সঠিক প্রয়োগ করতে হবে।

/আরএইচ

Exit mobile version