Site icon Jamuna Television

আগামীকাল ভুটানের বিপক্ষে দেশের মাটিতে হামজার অভিষেক

ফাইল ছবি।

আগামীকাল প্রস্ততি ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৪ মে) জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের মাটিতে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর।

ম্যাচের আগে প্রস্তুতি স্বরুপ কিংস অ্যারেনায় একটি আর জাতীয় স্টেডিয়ামে ৩ টি সেশন অনুশীলন করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

এদিকে আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে ঢাকায় আসবেন শমিত শোম। তাই এই ম্যাচে তার খেলা হচ্ছে না। তবে ইতালির লিগে খেলা ফাহমিদুল ইসলামকে বাজিয়ে দেখতে পারেন হেড কোচ হাভিয়ের কাবরেরা।

সাম্প্রতিক পারফরম্যান্সে ভুটানের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে বাংলাদেশ। মাচ প্রি কনফারেন্সে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন দু’দলের কোচ ও অধিনায়ক।

/এমএইচ

Exit mobile version