সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রান্নার চুলার পাশে রাখা মোটরসাইকেলে পেট্রোল ঢালার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন, সুমন, তার স্ত্রী শিলা ও শালিকা নিলা। তাদের বনপাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, কালিকাপুর গ্রামের বাসিন্দা সুমন রাতে রান্নাঘরের জলন্ত চুলার পাশে রাখা মোটরসাইকেলে পেট্রোল ঢালছিলেন। এ সময় চুলার আগুনের সংস্পর্শে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন ঘড়ে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্র, দুটি মোটরসাইকেল, ফ্রিজ পুড়ে যায়। এ সময় সুমনসহ পরিবারের তিনজন দগ্ধ হন।
/আরএইচ
Leave a reply