Site icon Jamuna Television

অনুমতি ব্যতীত রংপুর মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

অনুমতি ব্যতীত রংপুর মহানগরীতে যেকোনও ধরণের সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। মঙ্গলবার (৩ জুন) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, কোনও কোনও রাজনৈতিক দল, সংগঠন, সংস্থা অনুমতি ছাড়া এবং বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করে আসছে। এতে রংপুর মহানগর এলাকায় যানজটসহ জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

তাতে আরও বলা হয়, যেকোনও ধরনের জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা করার জন্য মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি নিতে হবে। এছাড়া, জনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। জনস্বার্থে রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৮ এর ১০৯ ধারা মোতাবেক এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/আরএইচ

Exit mobile version