Site icon Jamuna Television

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার ২

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় তাদের আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন, শ্রী মাধব (৩৮) ও মো. কামরুল ইসলাম (৩০)।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় সেনাবাহিনী।

/আরএইচ

Exit mobile version